Thursday 6 August 2020

কার আদর্শ আপনার জন্য অনুসরণীয় ?


কার আদর্শ আপনার জন্য অনুসরণীয় ?

যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়, সেদিন দুই লক্ষ করসেবক সেখানে উপস্থিত ছিলো। মানে দুই লক্ষ মানুষের প্রত্যক্ষ শক্তিতে ভাঙা সম্ভব হয় বাবরি মসজিদ, একটি অন্যায়ের জবাব দেওয়া হয়। এই দুই লক্ষ মানুষ ছিলো কোনো না কোনো পিতা মাতার সন্তান। মানে কোনো না কোনো পিতা মাতা তাদেরকে জন্ম দিয়েছিলো বলেই তারা অমন একটি মহৎ ও পুন্যবান কাজে অংশ নিতে পেরেছিলেন, যার ফলে একটি অন্যায়কে পরাজিত করে ন্যায়কে প্রতিষ্ঠা করার পথ প্রশস্ত হয়। এই দুই লক্ষ করসেবকের পিতা যদি চৈতন্যদেবের আদর্শকে অনুসরণ করে বিয়ে না করতো বা বিয়ের করলেও স্ত্রীকে ছেড়ে চলে যেতো, তাহলে কি আজ বাবরি মসজিদের স্থলে রাম মন্দির প্রতিষ্ঠা হতো ?

অবতার বা প্রকৃতই যারা মহাপুরুষ তাদের আদর্শ সব সময় সব স্থানেই অনুসরণীয়, যেমন- রামকৃষ্ণের আদর্শ। তাঁরা বিয়ে করেছেন, সংসার করেছেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন, ভবিষ্যত সমাজের জন্য বা সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সন্তানেরও জন্ম দিয়েছেন। এঁরাই আমাদের আদর্শ আর অনুসরণীয়ও, চৈতন্যদেব এবং তার মতো যেসব ব্যক্তি, যারা বিয়ে করে নি, সংসার করে নি, সন্তানের জন্ম দেয় নি- তারা নয়; কারণ, এদের পথ হলো- ধ্বংস ও বিলুপ্তির পথ, যে পথে কোনো কিছু অর্জন হয় না, যে পথে শুধুই হারাতে হয়।

জয় হিন্দ।

জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।

No comments:

Post a Comment