Saturday, 23 May 2020

মূর্খামি শুধু সমাজের জন্যই নয়, নিজের জন্যও বিপদজনক


মূর্খামি শুধু সমাজের জন্যই নয়, নিজের জন্যও বিপদজনক :

রিয়াল আইডি থেকে ইসলাম নিয়ে সত্য (মুসলমানদের মতে কটূক্তি) বলায়, আর্য সমাজের রনি সত্যার্থী গ্রেফতার এবং রনির স্ট্যটাসে কমেন্ট করায় আরেক আর্য সমাজী সঞ্জয় সরকার  গ্রেফতার। এদের এই পরিণতিতে আর্য সমাজের মার্কামারা সদস্যদের কেউ কেউ ফেসবুক আইডি ডিএ্যাকটিভ করে ফেলেছে, কেউ কেউ আইডির নাম পাল্টে ফেলেছে, তাই আমার বিশ্বাস, নামের আগে পড়ে আর্য যুক্ত কাউকে আর ফেসবুকে আপাতত কিছুদিন দেখা যাবে না, এছাড়াও দেখা যাবে না নির্মল আর্য বা তুষার কান্তি সরকার নামের কাউকে।

এরা সেই আর্য সমাজের সদস্য, শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলায় যাদের সাথে আমার সংঘাত নিত্যদিন। এরা যে শাস্তি পাচ্ছে, তা শ্রীকৃষ্ণ সম্পর্কে ভুল প্রচার, শ্রীকৃষ্ণকে অবজ্ঞা এবং ক্ষেত্রবিশেষে শ্রীকৃষ্ণকে অপমান করারই যে ফল, সে সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। অথচ ইসলাম সম্পর্কে প্রকৃত সত্য ২০১২ সাল থেকে আমিই প্রথম বাংলা ফেসবুক জগতে তুলে ধরা শুরু করি এবং সম্ভবত ইসলাম সম্পর্কে কঠিন কথা আমার চেয়ে কেউ কখনো বলে নি। যদিও বাংলা ভাষায় ইসলাম সম্পর্কে প্রকৃত সত্যের প্রচার প্রথম শুরু করে ব্লগ সাইটের মাধ্যমে নাস্তিকেরা এবং তাদের লেখা পড়েই আমি প্রথম ইসলামের কদর্য দিকগুলো সম্পর্কে জানতে পারি এবং এই নাস্তিকদের লেখা তুলনামূলকভাবে কম আক্রমনাত্বক। কিন্তু আমি যখন ইসলামের বিরুদ্ধে লিখা শুরু করি, তখন শুধু- যা সত্য, সেটাই বলি নি, সেটা যেভাবে বললে ঘটনার বর্ণনা প্রকৃতভাবে উঠে আসে, সেভাবেই বলেছি। বাঙ্গালি হিন্দুরা ফেসবুকের মাধ্যমে শুধু হিন্দুধর্ম সম্পর্কেই নয়, ইসলাম সম্পর্কেও যা জেনেছে, তার ৯০% আমার লেখা পড়ে।

ইসলাম সম্পর্কে আমার চেয়েও কম লেখা লিখে বা আমার চেয়েও কম আক্রমনাত্বক লেখা লিখে অনেক নাস্তিক চাপাতির কোপে নিহত হয়েছে; কারণ, তাদের সনাতন ধর্ম ও শ্রীকৃষ্ণের প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিলো না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে এখনও টিকিয়ে রেখেছেন, কোনো রকম ক্ষতি ছাড়াই তার সত্য প্রচারের জন্য। এর আগে আর্য সমাজীদের বিরুদ্ধে একটি লেখায় আমি বলেছিলাম- শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বিদুরের স্ত্রীর এক প্রশ্নের জবাবে বলেছিলেন- যাদেরকে রক্ষা করার প্রয়োজন তাদেরকে রক্ষা করা হবে এবং যাদেরকে রক্ষা করার প্রয়োজন নেই, তাদেরকে বিনাশ করা হবে। আমার, আমার অনুসারী এবং শ্রীকৃষ্ণ বিরোধীদের সম্পর্কে আমি এটাই মনে করি। শ্রীকৃষ্ণ সম্পর্কে অপপ্রচার করে এবং তাঁর সম্পর্কে ভুল ভাবনা নিয়ে কেউ কোনোদিন রক্ষা পায় নি, আর্য সমাজীরাও পাবে না।

বড় বিপর্যয় ঘটানোর আগে, ঈশ্বর ছোট বিপদ দিয়ে প্রথমে সতর্ক করেন, সেই সতর্ক সংকেত বুঝে যারা নিজেকে সঠিক পথে আনে, তারা রক্ষা পায়; কিন্তু যারা তারপরও নিজেকে সংশোধন না করে, তারা বিনাশপ্রাপ্ত হয়। আর্য সমাজীরা যদি শ্রীকৃ্ষ্ণ সম্পর্কে এখনও সঠিক পথে না আসে, তাহলে ওদের বিনাশ নিশ্চিত। সঞ্জয় এবং রণির ঘটনাটা ওদের জন্য একটা সতর্ক সংকেত মাত্র। জন্মসূত্রেই আমি একজন জ্যোতিষী, ছোটবেলা থেকেই আমার অগ্রীম ভাবনা বা ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হয় নি। ব্রাহ্ম সমাজের মতো আর্য সমাজীদের বিলুপ্তির ব্যাপারে আমি ইতোপূর্বে যা বলেছি, তা অবশ্যই ফলবে, যদি তারা নিজেদেরকে সংশোধন করে না নেয়।

এই পোস্টের শিরোনাম দিয়েছি- মূর্খামি শুধু সমাজের জন্যই নয়, নিজের জন্যও বিপদজনক- এবার সে প্রসঙ্গে একটু বলি-

আর্য সমাজীরা শ্রীকৃষ্ণকে ঈশ্বর তো মানেই না, উপরন্তু শ্রীকৃষ্ণকে অপমান করে যা তা বলে এবং এই মূর্খ ভাবনা নিয়ে তারা চলে। যাদের চিন্তাভাবনা যেমন, তারা তো সেই মতোই কাজ করে এবং সেই মতোই কথা বলে। ফেসবুকের রিয়াল আইডি থেকে ইসলাম সম্পর্কে সত্য বলার যে কি কঠিন পরিণতি, সেটা তারা না বুঝে মুহম্মদ সম্পর্কে একজন একটি পোস্ট করে দিয়েছে, অন্যজন আবার তাতে কমেন্টও করেছে, ব্যস, দুজনেই ধরা এবং এই খবর পেয়ে অন্য আর্য সমাজীরা বলতে গেলে আত্মগোপনে, নামের আগে পরে- আর্য, সত্যার্থী লাগিয়ে বুক ফুলিয়ে চলার দিন তাদের শেষ। এজন্যই বলেছি- যারা মূর্খ, অর্থাত প্রকৃত সত্যকে যারা উপলব্ধি করতে পারে না, তারা শুধু ধর্ম বা সমাজের ক্ষতিই করে না, তারা নিজের এবং নিজের পরিবারেরও ক্ষতি করে, যার উদাহরণ রণি সত্যার্থী এবং সঞ্জয় সরকার।

জয় হিন্দ।
জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ

--------------
নিচে দেখে নিন রণি, সঞ্জয়ের গ্রেফতার হওয়ার সংবাদের লিঙ্ক -

https://www.dailynayadiganta.com/dhaka/499849/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-(%E0%A6%B8%E0%A6%BE.)-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0?fbclid=IwAR2TayU2GGSdR4Ifo3Mfmsz6pI-ooREvzn1nYA3y8I4jKEqzTr40fyPW2yI

No comments:

Post a Comment