Saturday 5 September 2020

বিপথগামী কংগ্রেস এবং ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস : সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই


বিপথগামী কংগ্রেস এবং ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস : সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই 

৭১২ থেকে ১৭৫৭, এই ১০৪৫ বছরে ভারতে  মুসলমানরা ৪০ কোটি হিন্দুকে হত্যা করেছে; বাকি জীবিত হিন্দুদের জিজিয়া কর দিয়ে তাদের হিন্দুত্বকে রক্ষা করতে হয়েছে; ২ কোটি ২০ লাখ ভীতু হিন্দুকে মুসলমানরা প্রাণের ভয় আর জিজিয়া কর দিতে হবে না এই লোভ দেখিয়ে মুসলমান বানিয়েছে; প্রায় সব মন্দিরকে মুসলমানরা ধ্বংস  ক'রে বড় মন্দিরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে; সংস্কৃত টোলগুলোকে বন্ধ করে দিয়ে তারা শিক্ষার হার ৫৮% থেকে ২% এ নামিয়ে এনেছে। এরপর ১৭৫৭ সালে ইংরেজরা এসে মুসলিমদের কবল থেকে হিন্দুদের উদ্ধার করে। তারপর ইংরেজরা কখনো প্রাণের ভয় দেখিয়ে কোনো হিন্দুকে খ্রিষ্টান বানায় নি; কোনো মন্দিরকে  গির্জা বানায় নি; বরং ইংরেজ আমলে মুসলিমদের দ্বারা ধ্বংস প্রাপ্ত মন্দিরগুলো হিন্দুরা এই সময় পুনঃনির্মান করতে পারে, মুসলিম আমলে যেটা নিষিদ্ধ ছিলো। এছাড়াও ইংরেজরা অসংখ্য স্কুল, কলেজ খুলে হিন্দুদের শিক্ষিত করে তুলতে থাকে। এভাবে ইংরেজরা যখন হিন্দুদের সাহায্য করছিলো, তখন ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কংগ্রেসীরা ইংরেজ বিরোধিতায় নামে। হিন্দু কংগ্রেসীদের এই অকৃতজ্ঞতার ফলে ইংরেজরা প্ল্যান করে মুসলিম লীগকে মাঠে নামায়। যার পরিণতিতে  ভারত হয় দ্বিখণ্ডিত; লক্ষ লক্ষ হিন্দুর প্রাণ যায়, লক্ষ লক্ষ হিন্দু মেয়ে ধর্ষিতা হয়। কংগ্রেস যদি হিন্দুদের বিভ্রান্ত না করে ব্রিটিশদের বিরোধিতায় না নামতো, তাহলে এসবের কিছুই ঘটতো না। সময়ের ব্যবধানে অখণ্ডরূপেই ভারত একদিন স্বাধীন হতো।

সুতরাং এই কংগ্রেসকে ২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভোট দিয়ে আপনি আর ভারত মাতার ক্ষতি করবেন না, একইভাবে মমতার জোড়াফুলে ভোট দিয়ে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না; কারণ মমতাকে ভোট দিলে পশ্চিমবঙ্গের মুসলমানরা শক্তিশালী হবে, যাদের হাতে আপনারা মার খাচ্ছেন এবং আরো খাবেন। ভারতকে রক্ষা করতে পারে যে বিজেপি, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে রক্ষা করতে পারে যে বিজেপি, সেই বিজেপিকে ভোট দিয়ে তাদেরকে শক্তিশালী করুন, বিজেপি শুধু আপনাকে মুসলমানদের হাতে মার খাওয়া থেকে বাঁচাবেই না, আপনার ভবিষ্যতও সুনিশ্চিত করবে।

জয় হিন্দ।

No comments:

Post a Comment