Friday, 24 July 2020

রাধা ও কৃষ্ণ সম্পর্কে ১০টি প্রশ্ন, যা পাল্টে দেবে আপনার চিন্তার জগৎ, পড়ুন এবং প্রকৃত সত্যকে উপলব্ধি করুন :


রাধা ও কৃষ্ণ সম্পর্কে ১০টি প্রশ্ন,  যা পাল্টে দেবে আপনার চিন্তার জগৎ, পড়ুন এবং প্রকৃত সত্যকে উপলব্ধি করুন :

১। ভাগবত এবং হরিবংশ অনুসারে, শ্রীকৃষ্ণ, ১০ থেকে ১১ বছর  বয়সের মধ্যে বৃন্দাবন ছেড়ে মথুরায় কংসকে হত্যা করার জন্য চলে যান, এরপর তিনি আর কোনোদিন বৃন্দাবনে যান নি, রাধারও বৃন্দাবনের বাইরে কোথাও যাওয়ার কোনো প্রমান নেই, তাহলে যুবক কৃষ্ণের সাথে যুবতী রাধার দেখা হলো কখন, আর তাদের মধ্যে প্রেমই বা হলো কখন ?

২। যদি বলা হয় বাল্যকালেই তাদের মধ্যে প্রেম হয়েছিলো, তাহলে বিজ্ঞান মতে, একটি মেয়ের মনে প্রেমের অনুভূতি সৃষ্টি হতে কমপক্ষে ১৩/১৪ বছর এবং ছেলের বয়স ১৬/১৭ বছর হওয়া প্রয়োজন, এক্ষেত্রে ১০ বছর বা তারও ছোট দুজন বালক বালিকার মধ্যে প্রেম হয় কিভাবে ?

৩। রাধার সাথে শ্রীকৃষ্ণের যদি প্রেম থাকতোই, তাহলে, শ্রীকৃষ্ণ, রাধাকে বিয়ে না করে রুক্মিনীকে বিয়ে করেছিলেন কেনো ?

৪। মূল সংস্কৃত ভাগবত, হরিবংশ এবং মহাভারত- যা কৃষ্ণের প্রামান্য জীবনী, তাতে রাধার কোনো উল্লেখই নেই, এটা কি প্রমান করে না যে, শ্রীকৃষ্ণের জীবনে রাধার কোনো অস্তিত্ব নেই ?

৫। রাধা কৃষ্ণের তথাকথিত পরকীয়া প্রেমের কাহিনী, হরিবাসরে বা হরিসভায়- পদাবলী বা লীলা কীর্তনের মাধ্যমে বর্ণনা ক’রে, আপনি কৃষ্ণনাম করছেন, না কৃষ্ণের বদনাম করছেন?

৬। হরিবাসর বা হরিসভায় বর্ণনা করা পদাবলী বা লীলা কীর্তনের মাধ্যমে, আপনার ছেলে মেয়েকে আপনি কী শিক্ষা দিচ্ছেন বা আপনি নিজে কোন শিক্ষা পাচ্ছেন ?

৭। পদাবলী বা লীলা কীর্তনের- আয়োজন বা শ্রবণ ক’রে, শ্রীকৃষ্ণের মিথ্যা পরকীয়া প্রেমের কাহিনী সমাজে প্রচার ক’রে, আপনি- হিন্দুধর্ম ও সমাজের, উপকার করছেন, না ক্ষতি করছেন ?

৮। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হরিবাসর বা হরিসভা করেন এবং প্রচুর সময় নষ্ট করে সেখানে লীলাকীর্তন শ্রবন করেন, এর মাধ্যমে- এ পর্যন্ত আপনি ধর্মের কোন শিক্ষা পেয়েছেন বা কতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন ?

৯। নারী কীর্তনীয়া না হলে এবং তিনি নাচ না করলে আসর ঠিক মতো জমে না, এ থেকে কি আপনার মনে হয় না যে, লীলাকীর্তন আসলে কোনো ধর্মানুষ্ঠান নয়, এটি একটি যাত্রাপালা, যার উদ্দেশ্য- ধর্ম নয়, বিনোদন ?

১০। বাস্তবতার দৃষ্টিতে লীলা বা পদাবলী কীর্তনে- শ্রীকৃষ্ণ সম্পর্কে খারাপ কথা ই বলা হয় বা খারাপ ধারণা ই দেওয়া হয়, তাই লীলাকীর্তন আয়োজন করে এবং তা শ্রবণ ক’রে আপনি পাপ করছেন, না পূন্য করছেন ?

যারা, শ্রীকৃ্ষ্ণের পাশে রাধার অস্তিত্বের পক্ষে, তাদের উদ্দেশ্যে বলছি- যদি আপনাদের সেই যুক্তিবোধ ও শাস্ত্রজ্ঞান থাকে, তাহলে উপরের ১০টি প্রশ্নের উত্তর দিয়ে আমারর মুখ বন্ধ করবেন: আর যদি তা না পারেন, কখনো লীলা কীর্তনের আয়োজন এবং তা প্রচার করে হিন্দুধর্মের ক্ষতি দয়া করে করবেন না। কারণ, আপনাদের মূর্খতায় হিন্দুধর্ম আজ শুধু কলুষিত নয়, হিন্দুধর্ম এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

জয় হিন্দ।
জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।

No comments:

Post a Comment