'আলহামদুলিল্লাহ' এর সনাতনী সমার্থক শব্দগুচ্ছ কী হতে পারে ?
আলহামদুলিল্লাহ একটি আরবি শব্দগুচ্ছ, এর বাংলা হলো- সকল প্রশংসা আল্লার। মুসলমানরা মাঝে মাঝেই এই শব্দগুচ্ছটির ব্যবহার করে আল্লার প্রশংসা করে থাকে এবং নিজেকে পাক্কা মুসলমান হিসেবে প্রমাণ বা জাহির করে থাকে। হিন্দু রীতিতে আলহামদুলিল্লাহ এর সমার্থক কী হতে পারে, অনেকেই আমাকে এ বিয়ষে প্রশ্ন করে থাকে, তাদের জন্য দিলাম এই পোস্ট-
আলহামদুলিল্লাহ বলে আল্লার প্রশংসা করা হয়, মানে এই শব্দগুচ্ছটির মূল থিম বা ফোকাস আল্লার প্রশংসা; বাংলায যদি কারো নামে জয়ধ্বনি করা হয়, তাহলেও তাঁর সর্বাঙ্গীন প্রশংসা করা হয়; এই সূত্রে যদি বলা হয় জয় শ্রীকৃষ্ণ, তাহলেও শ্রীকৃষ্ণের প্রশংসা করা হয়; তাই ঈশ্বরের প্রশংসা বোঝাতে "জয় শ্রীকৃষ্ণ বা "জয় শ্রীবিষ্ণু" বলা যেতে পারে; আর যদি আমরা এটাকে সংস্কৃত ভাষায় বলতে চাই, তাহলে বলতে হবে- "জয়তু কৃষ্ণ" বা "জয়তু বিষ্ণু"
জয় হিন্দ।
No comments:
Post a Comment