Thursday 21 May 2020

বাড়িতে কেউ মারা গেলে কেনো ১ বছরের মধ্যে বিয়ের অনুষ্ঠান করা যায় না ?


বাড়িতে কেউ মারা গেলে কেনো ১ বছরের মধ্যে বিয়ের অনুষ্ঠান করা যায় না ?

কোনো বাড়িতে লোকজন মারা গেলে সেই বাড়িতে মৃত্যু পরবর্তী ১ বছর কোনো বিবাহের অনুষ্ঠান করা যায় না বলে একটা ব্যাপার সমাজে প্রচলিত আছে। এটা মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের একটি সংস্কার; কারণ, বিবাহ একটি আনন্দ অনুষ্ঠান এবং যেকোনো আনন্দ অনুষ্ঠান, মৃত্যুজনিত যে শোক সেটাকে চাপা দিতে পারে, যা মৃত ব্যক্তির প্রতি এক ধরণের অবহেলা বা অবজ্ঞা। মৃতের প্রতি যাতে তার ছেলে-মেয়েরা এই ধরণের কোনো অবজ্ঞা প্রদর্শন করতে না পারে, সেজন্য এই বিধি প্রচলিত হয়েছে; কিন্তু এমন যদি ঘটনা হয় যে এক বছরের মধ্যে বিয়ে না দিলে কোনো সামাজিক বা পারিবারিক সমস্যার সৃষ্টি হবে বা একমাত্র বিয়ের মাধ্যমেই কোনো পারিবারিক বা সামাজিক সমস্যার সমাধান হবে, সেক্ষেত্রে এই বিধি ভাঙ্গা যাবে এবং এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিয়ের অনুষ্ঠান করা যাবে; কিন্তু মনে রাখতে হবে, এটা শুধু এমার্জেন্সির ক্ষেত্রে, স্বাভাবিক অবস্থায়, শুধু যৌনতা বা আনন্দের জন্য মৃতের পুত্র-কন্যা বা নাতী-নাতনীর ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের অনুষ্ঠান করা অনুচিত। শুধু বিয়েই নয় নবান্নসহ যেকোনো আনন্দ অনুষ্ঠানই এই এক বছরের মধ্যে করা অনুচিত।

আশা করছি, বিষয়টি বোঝাতে পেরেছি।

জয় হিন্দ।
জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।

No comments:

Post a Comment