Thursday 21 May 2020

মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর কে?


মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর হলো কর্ণ, কিন্তু অর্জুন হলো উত্তম।

কারণ, কোনো এক বিষয়ে যে সেরা তাকে বলে শ্রেষ্ঠ, কিন্তু যে সকল বিষয়ে সেরা তাকে বলে উত্তম।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পদবী সিরিয়ালে ভুল আছে, এখানে সেরা যোদ্ধাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এজন্য মুক্তিযুদ্ধের সেরা পদবী হলো বীরশ্রেষ্ঠ এবং তারপর স্থান দেওয়া হয়েছে বীরউত্তমদের। বাস্তবে আভিধানিকভাবে বীরউত্তম হলো সেরাদের সেরা, আর তারপর সেরা হলো বীরশ্রেষ্ঠ।

No comments:

Post a Comment