Friday, 24 July 2020

যারা ইসকনের পক্ষে সাফাই গায়, তাদেরকে বলছি-


যারা ইসকনের পক্ষে সাফাই গায়, তাদেরকে বলছি-

ইসকন, পৃথিবীর বিভিন্ন দেশে সনাতন ধর্মের প্রচার এ প্রসার ঘটিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বরং এজন্য তারা প্রশংসা পাবারই যোগ্য, যে প্রশংসা আমি করিও; যদিও আমি জানি যে ইসকনের ধর্ম প্রচার ভুলে ভরা, যে ভুলের জন্য তাদেরকে ইতোমধ্যে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং ভবিষ্যতেও পড়তে হবে।

ইউরোপ, আমেরিকা রাশিয়ার মানুষেরা ইসলামের নৃশংসতা দেখেছে এবং বর্তমানেও দেখছে, সেই সাথে তারা জানতে পেরেছে ইহুদি ও খ্রিষ্টীয় মতবাদের অসারতা, সেজন্য তারা বিশ্ব নিয়ন্ত্রক হিসেবে শ্রীকৃষ্ণকে যখন জানতে পেরেছে বা  জানতে পারছে ইসকনের মাধ্যমে, তখন তারা বেশি কিছু চিন্তা না করে ইসকনের সদস্য বা ভক্ত হচ্ছে, গ্রামের ভাষায় এটা অনেকটা না পেয়ে নাতীই ভাতার। তার মানে ভালো কেউ নাই, তাই  ইসকন চান্স পাচ্ছে; কিন্তু প্রকৃত বিশুদ্ধ ব্যাপারটা নিয়ে যখন তাদের কাছে কেউ যাবে, তখন তারা ইসকনকে ছুঁড়ে ফেলবে; কারণ, মিথ্যা কখনো চিরস্থায়ী রাজ করতে পারে না, মিথ্যার পতন অবশ্যই একদিন হবেই হবে, যেমন হচ্ছে ইসলাম ও মুহম্মদের।

এরপর- ইসকন অমুক দেশে এটা করেছে, তমুক দেশে ওটা করেছে, পারবেন কি আপনি করতে ? ইসকনিদের এই ধরনের খোঁড়া যুক্তির বিরুদ্ধে অনেক আগেই বলেছিলাম, আরে ভাই, রাশিয়ার হিন্দুরা প্রতিদিন বিরিয়ানী খায়, সেই স্বপ্ন আমাদেরকে দেখাস না, আমরা বাংলার হিন্দুরা যে প্রতিদিন মার খাই বা খাচ্ছি, সেদিকে একটু নজর দে, তাহলেই আমরা খুশি।

ইসকন ভুল ভাল যা প্রচার করে করুক, ইসকন যদি শুধু বাঙ্গালি হিন্দুদের অস্তিত্বের ব্যাপার নিয়ে ভাবে, তাহলেই ইসকনকে আমরা মাথায় তুলে রাখবো; কারণ, এই মূহুর্তে বাংলায় একটি বড় মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরিবর্তে বাংলায় একজন হিন্দুর শক্ত অবস্থান নিয়ে টিকে থাকা জরুরী। কেননা, হিন্দুরা থাকলে মন্দির একদিন এমনিই হবে, কিন্তু হিন্দুরা না থাকলে মন্দির কোনো কাজেই লাগবে না, তাই আমার কাছে গুরুত্বপূর্ণ মন্দির প্রতিষ্ঠা করা নয়, গুরুত্বপূর্ণ হিন্দুর অস্তিত্ব টিকিয়ে রাখা।
পোস্টের শেষে ইসকন প্রেমী তুষার বলেছে, পারলে যুক্তি দিয়ে তাদের মুখোমুখি হন।

যে নিজে পুরুষ নয়, সে ই অন্য পুরুষকে দিয়ে ভয় দেখায়; কিন্তু যারা প্রকৃত পুরুষ, তারা নিজেরাই সবকিছু মোকাবেলা করে। আমি যদি বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে কোনো দেশে পোস্টিং পাই, সেদেশে, বাংলাদেশ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব এবং যাবতীয় সমস্যার সমাধান আমাকেই করতে হবে; কোনো প্রশ্নের মুখে পড়ে আমি যদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিই, তাহলে কিন্তু কোনো কাজ হবে না; একইভাবে ইসকন সম্পর্কে যাবতীয় প্রশ্নের জবাব, যারা ইসকনের সম্পর্কে সাফাই গাইবে, তাদেরকেই দিতে হবে, ঠেকে গিয়ে যদি কেউ এরা অন্য কাউকে দেখায়, ধরে নেওয়া হবে যে এরা কেউ মরদ নয়, প্রত্যেকে এক একটা নপুংসক।

উপরে কী বললাম, আশা করছি তা ইসকনীদের মাথায় ঢুকেছে এবং এও আশা করছি যে এই ধরণের অন্তঃসারশূন্য লাফালাফি ভবিষ্যতে কোনো ইসকনী আর করবে না।

জয় হিন্দ।
জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।

No comments:

Post a Comment