পরমাত্মা, জীবাত্মা ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কী ?
#Kakon_Das,
পরমাত্মাই হলেন পরমব্রহ্ম বা পরমেশ্বর, পরমেশ্বর যে জীবদেরকে সৃষ্টি করেন, তারাই হলো আমাদের মতো জীবাত্মা। একটি উদাহরণ দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করা যেতে পারে। কোনো একটি মোবাইল কোম্পানির সমস্ত চালু সিম ঐ মোবাইল কোম্পানির প্রধান সার্ভারের সাথে যুক্ত থেকে সক্রিয় থাকে, এক্ষেত্রে প্রধান বা কেন্দ্রীয় সার্ভারটি হলো পরমাত্মা, আর চালু সিমগুলো হলো জীবাত্মা, সিমগুলো যেমন কেন্দ্রীয় সার্ভারের অংশ, (কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত না থাকলে এটা নিজে থেকে কিছুই করতে পারে না বা চালু অর্থাত জীবিত না থাকলেও কিছু করতে পারে না), তেমনি জীবাত্মারাও বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রীয় সার্ভার পরমাত্মার অংশ।
এবার আসি প্রকৃতির প্রসঙ্গে-
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি নিজ প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজেকে সৃষ্টি করিয়া থাকি (গীতা, ৪/৬)।
অর্থাৎ প্রকৃতি পরমাত্মারূপী শ্রীকৃষ্ণেরই অংশ। পরমাত্মা যখন নিজের এক অংশকে প্রকৃতি বানান, তখন অপর অংশ হয় পুরুষ। এই পুরুষরূপী পরমাত্মা, নারী রূপী প্রকৃতিতে বীজ প্রদান করেন বলে জগতের সবকিছুর উতপত্তি হয়েছে বা হয় (গীতা, ১৪/৩)। তাই পরমাত্মা, জীবাত্মা ও প্রকৃতি আলাদা কিছু নয়; পরমাত্মা, তার নারীসত্ত্বা প্রকৃতির মাধ্যমে জীবাত্মাদের সৃষ্টি করে থাকেন, তাই জীবাত্মা, পরমাত্মার অংশ, আর প্রকৃতি হলো- পরমাত্মার, জীবাত্মা সৃষ্টির মাধ্যম।
আশা করছি- উপরের আলোচনা থেকে পরমাত্মা, জীবাত্মা ও প্রকৃতির সম্পর্ক যে কী, সেটা আমার পাঠক বন্ধুদেরকে বোঝাতে পেরেছি।
জয় হিন্দ।
জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।
No comments:
Post a Comment