Thursday, 21 May 2020

ওঁ তৎ সৎ এর পরিবর্তে হরিনাম আবির্ভাবের কারণ?


ওঁ তৎ সৎ ভগবানের পূর্ণ নাম নয়, নামের সংকেত, যেমন- অক্সিজেনের সংকেত ওটু (O2)।

ভগবানের পূর্ণ নাম হরে (গীতা, ১৮/৭৭), যার বিবর্তিত রূপ হলো হরি; এছাড়াও ভগবানের পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ এবং আংশিক অবতার রাম। তাই ভগবানের নাম হিসেবে হরে, কৃষ্ণ এবং রাম শব্দের আবির্ভাব ঘটেছে।

No comments:

Post a Comment