Wednesday 20 May 2020

কসমিক তন্ত্র ও যোগা


কসমিক তন্ত্র ও যোগা,

ভাগবত বলছে অষ্টাদশ পুরাণ বেদব্যাস রচিত  এবং অষ্টাদশ পুরাণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণও আছে, তাই ব্রহ্মবৈবর্ত পুরাণকে মানতে সবাই বাধ্য, এটার ফায়সালা পরে করবো; কিন্তু আপনি যে বললেন শ্রী বৃহৎ ভাগবতামৃতে পরীক্ষিৎ মহারাজ বলেছেন,  “শুকদেব মহাশয় ভাগবত কথা বর্ণনা করার সময় গোপীদের নাম উল্লেখ করেন নি; কারণ, গোপীদের নাম উল্লেখ করলে বিশেষ স্মৃতির কারণে তিনি ভাগবত কথা বর্ণনা করতে পারতেন না।” এই “শ্রী বৃহৎ ভাগবতামৃত” গ্রন্থটা কে লিখেছে ? এটা কি বেদব্যাসের রচিত ?
শুনুন একটা মিথ্যাকে ঢাকতেই আরো ১০টা মিথ্যার প্রয়োজন হয়, এই শ্রী বৃহৎ ভাগবতামৃত সেরকমই একটি মিথ্যা। সনাতন ধর্মের সকল শাস্ত্রগ্রন্থ শুধুমাত্র বেদব্যাসের হাতে রচিত, তাই এক্ষেত্রে অন্য কারো কথা গ্রহণযোগ্য নয়।

পারলে আমার এই বক্তব্য খণ্ডণ করেন, তারপর ভেবে দেখবো, আপনার অন্য কথার জবাব দেবো কি না।

জয় হিন্দ।

No comments:

Post a Comment