Thursday, 21 May 2020

দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ কী ?


দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ কী ?

কুষ্ঠি বা কোষ্ঠী জ্যোতিষ শাস্ত্রের বিষয় এবং জ্যোতিষ শাস্ত্র কারো ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে না, জীবনের আগামি বিপদ সম্পর্কে সাবধান করে দিতে পারে মাত্র।

যেকোনো ব্যক্তির ক্ষেত্রে বারোটি রাশির মধ্যে তিনটি রাশি হলো শত্রু রাশি; শত্রু রাশির সাথে বিয়ে হলে সেই দাম্পত্যজীবন কখনোই সুখের হয় না, এজন্য কোষ্ঠী বিচার করে দেখা হয়- পাত্র পাত্রীর রাশি যেন পররস্পর শত্রু রাশি না হয়; কোষ্ঠী বিচার করে এতটুকুই দেখা হয়, এতে করে সেই বর কনের জীবনে বড় কোনো সমস্যার সৃষ্টি হয় না, এরপরও প্রতিটি দাম্পত্যজীবনে কিছু না কিছু সমস্যা হয়ই, সেটা মিনিমাইজ করে হিন্দু নারীর শাঁখা সিঁদুর খারু পলার ব্যবহার। তা্ই বিয়ে যেভাবেই হোক, কোনো নারী যদি যথেষ্ট শ্রদ্ধা ভক্তিসহকারে শাখা সিঁদুর খারু পলা পরিধান করে, সেই নারীকে তার স্বামী কখনোই ডিভোর্স দিতে পারবে না; এককথায় শাখা সিঁদুর খারু পলা হলো প্রতিটি বিবাহিতা নারীর সংসার জীবনের রক্ষা কবচ। এজন্যই হিন্দু সমাজে কোনো তালাক বা বিবাহ বিচ্ছেদ নেই। তারপরও এ ধরণের যে দুচারটি ঘটনা বর্তমানে হিন্দু সমাজে ঘটছে, তার কারণ নারীদের অতি আধুনিক মানসিকতার ফলে শাখা সিঁদুর খারু পলাকে অবজ্ঞা বা অবহেলা করা।

হিন্দু কালচার হলো ভালোভাবে বেঁচে থাকার বিজ্ঞান। সুতরাং হিন্দু কালচারকে শ্রদ্ধাসহকারে পালন করলে যেকোনো মানুষ যে ভালোভাবে বেঁচে থাকতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। শাস্ত্রের এই সব রহস্য সঠিকভাবে না জানার কারণে বর্তমানে হিন্দুদের বিয়েতে বর কনের কোষ্ঠী তেমন দেখাই হয় না; আর বিয়ের পরও অনেক হিন্দু নারী সঠিক শ্রদ্ধা ভক্তি নিয়ে শাখা সিঁদুর খারু পলা ব্যবহার করে না, এসব কারণেই মূলত সংসারে নানারকম অশান্তি ঘটে।

এছাড়াও কোনো বাড়িতে নানা রকম অসুখ ও অশান্তির একটি বড় কারণ সঠিক বাস্তু না মেনে বাড়ি ঘর তৈরি করা; সুতরাং কোনো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির কারণ যে শুধু কোষ্ঠী বিচার বা নারীর সঠিকভাবে শাখা সিঁদুর খারু পলার ব্যবহার না করা নয়, বসত বাড়ির ভুল বাস্তুও এই অশান্তির একটি বড় কারণ। কিন্তু এসব বিষয় বোঝা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়, তাই জাকির নায়েকের মতো বলদা এই ধরণের প্রশ্ন তুলতেই পারে।

জয় হিন্দ।

No comments:

Post a Comment